আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।চট্টগ্রাম কলেজে সবুজ ও দোলন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের তিনজন আহত হয়েছে বলে চমেক হাসপাতাল পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মনির (২২), সমাজবিজ্ঞান বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী মো. সোহেল (২৫) ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইমন (২০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম ভূইয়া সিটিজিনিউজকে জানান, চট্টগ্রাম কলেজ থেকে দুপুর দেড়টার দিকে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসের মূল ফটকের বাইরে সবুজ গ্রুপ ও দোলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।