স্ত্রী ফাতেমা জেলার তানোরে মাদকাসক্ত স্বামী মাইনুলকে পুলিশে দিয়েছেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকাসক্ত মাইনুলকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আসামিকে কারাগারে পাঠায় তানোর থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তানোর উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত তানোর পৌরসভার চাপড়া গ্রামের আয়েন উদ্দীনের পুত্র মাইনুলকে (২৫) ৮ মাসের কারাদণ্ড প্রদান করেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে মাইনুল চোলাইমদ ও গাঁজা সেবনের এক পর্যায়ে আসক্ত হয়ে পরে। প্রায় প্রতিদিনই মাদকাসক্ত মাইনুল নেশার টাকার জন্য স্ত্রী ফাতেমার সাথে ঝগড়াসহ মারপিট ও অত্যাচার করে আসছিল। মাদকাসক্ত মাইনুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার স্ত্রী ফাতেমা তাকে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, কৃষকরা অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।