উন্নয়ন কর্মী নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান, উদ্বোধন করেন দেশের খ্যাতিমান সফল নারী উদ্যোক্তা ও জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর।সেহের অটিজম সেন্টারের উদ্যোগে সমাজে অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চতুর্থ বারের মতো ম্যারাথন (রান ফর অটিজম) ২৮ ফেব্রুয়ারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হতে সেহের অটিজম সেন্টার প্রাঙ্গণ পর্যন্ত অনুুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেহের অটিজম সেন্টারের কার্যনির্বাহী পরিচালক তাবাসসুম জেরিন।
বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নায়িকা অঞ্জনা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুর রহমান টেপা, সরকারের প্রাক্তন যুগ্ম সচিব ড. জয়নাব বেগম, জয়য়াত্রা ফাউন্ডেশনের মহাসচিব কমান্ডার (অবঃ) ওয়াহিদ জামান, ব্যারিস্টার পারভেজ, রোটারিয়ান আসিফ আহমেদ মৃধা, সমাজসেবক হাজী নবী হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শহিদুল ইসলাম, শিশু একাডেমি, চট্টগ্রাম জেলা সংগঠক নারগীস সুলতানা, সমাজসেবী বোরহানা কবির, শিশু সংগঠক আতিকুর রহমান আতিক, লিও আশিকুর আলম, কলামিস্ট নাজিম উদ্দিন এ্যানেল, পূর্বাশার আলোর সাধারণ সম্পাদক আবু নোমান রানা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিষ্টিক শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সমাজের মূলস্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। অটিস্টিক শিশুদের স্বকীয় প্রতিভা রয়েছে। এ প্রতিভার পরিচর্চা ও বিকাশ সাধন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেহের অটিজম সেন্টার আয়োজিত ম্যারাথন (রান ফর অটিজম) শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে জয়যাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেতে সেহের অটিজম সেন্টারের অটিজম শিশুদের জন্য টেলিভিশন প্রদান করা হয়। পরে ম্যারাথনে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।