প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী উপজেলাকে বুধবার শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করবেন।

উদ্বোধন অনুষ্ঠানে সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাকে দেশের বিভিন্ন জেলার ১০টি উপজেলার সাথে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার ( ২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন (যুগ্ম সচিব)।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্ণফুলী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরাসরি দেখা যাবে।

বুধবার সকাল ১০টায় অতিথিদের আসন গ্রহণ, সকাল ১১টায় প্রধানন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী, গোপালগঞ্জের কোটালী পাড়া, ঢাকা বিভাগের কেরানীগঞ্জ, মেহেরপুরের মুজিবনগর, ঢাকার সাভার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি, নরসিংদীর কুলিয়ারচর, ময়মনসিংহের ভুয়াপুর, ফেনীর দাগনভূঞা ও রংপুরের সৈয়দপুরসহ মোট ১০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম উদ্বোধন করবেন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র আলহাজ¦ এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কর্ণফুলী উপজেলা ও চট্টগ্রামের নাগরিক সুধী সমাজ।

তিনি বলেন, বিগত ২০১৬ সালের ১৩ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। এ পর্যায়ে শতভাগ বিদ্যুতায়িত কর্ণফুলী উপজেলায় মোট ৫টি ইউনিয়নে ৩২টি গ্রাম রয়েছে। এ উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৩৬ হাজার ৬৭১ জন। বিদ্যুৎ লোডের চাহিদা ৫৮ মেগাওয়াট। প্রাপ্ত বিদ্যুৎ লোড ৫৮ মেগাওয়াট। অর্থাৎ উপজেলায় কোনো লোডশেডিং নেই। উক্ত উপজেলায় মোট বিদ্যুৎ লাইনের পরিমাণ ৪২৩ কিলোমিটার। গত ২০১৬ সালের অক্টোবর মাসে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির কাজ শুরু হয়। মাত্র ৫ মাসে উপজেলাটির সকল গ্রাহককে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মো. খোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মমিনুর রশিদ, বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জিল্লুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সিস্টেম অপারেশন পরিচালক (কে.অ.) অঞ্জন কান্তি দাশ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পটিয়া) এর জেনারেল ম্যানেজার এএইচএম মোবারক উল্লাহ, এজিএম (প্রশাসন) আসাদুজ্জামান ভূঁইয়া, এজিএম (ওএন্ডএম) রীশু কুমার ঘোষ, বিআরইবি’র নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) মো. মহসীন আলী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, পিডিবির এসই মো. শামসুল হক, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ প্রমুখ।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পটিয়া) এর জেনারেল ম্যানেজার এএইচএম মোবারক উল্লাহ জানান, চলতি সালের মার্চ মাসে পটিয়া, জুন মাসে চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, সেপ্টেম্বরে লোহাগাড়া এবং আগামী ২০১৮ সালের জুনে বাঁশখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করার কথা রয়েছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031