একটি বাসায় জুলি আক্তার (১৫) নামের গৃহকর্মী গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেচট্টগ্রাম মহানগরীর দক্ষিণ খুলশী এলাকার।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ খুলশীর ১ নম্বার রোডের জনৈক সৈয়দ আব্দুল মোমিনের বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ।
নিহত জুলি আক্তার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগারিয়া নুর মার্কেট এলাকার পশ্চিম তৈয়ব পাড়ার মৃত নবীউল হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার এসআই আফরোজা আক্তার জানান,গৃহকর্মীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পঠিয়েছে।
জুলি আক্তার গত দুই বছর ধরে খুলশী এক নাম্বার রোডের সৈয়দ আব্দুল মোমিনের বাসায় কাজ করতো। নিহতের গলায় ওড়নার দাগ আছে উল্লেখ করে তিনি বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।