শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি স্বর্ণবারসহ হাসান উদ্দিন (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে ।
মঙ্গলবার দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন হাসান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে শরীরে তল্লাশি চালানো হয়। এসময় শরীরের বিশেষ স্থানে ৬টি স্বর্ণবার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বলেন, আটকের পর বিমানবন্দরের কাস্টমস হলে আনা হয়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শরীরে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন হাসান।
অবৈধভাবে স্বর্ণ আনায় হাসানকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিজি বলেন, পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।