প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বানারীপাড়া ও গৌরনদী উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘নিরপেক্ষতা নিয়ে বিএনপি যে কথা তুলেছে তার জবাব আমরা কাজের মাধ্যমে দিব। নির্বাচন নির্বিঘ্ন করতে কোনও ধরণের অনিয়মকে আশ্রয় দেওয়া হবে না। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ্য।’
এ ছাড়া ইভিএম চালুর ব্যাপারে তিনি বলেন, পরীক্ষা-নিরিক্ষা করে ইভিএম প্রক্রিয়া চালু করা হবে। তবে সেটা সময়ের ব্যাপার।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে এবং যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার সব ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে।
এ সময় নির্বাচন কমিশনের অতিরিক্তি সচিব মোখলেছুর রহমান, রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান, বিএমপি কমিশনার এসএম রুহুল আমিন, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান ও জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।