যন্ত্রণা কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছেন বিরাট কোহলিরা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দিনেই টেস্ট হার। কয়েকটা দিন পেরিয়ে গেলেও এটা হয়তো বিরাট কোহলিরা মেনে নিতে পারছেন না। তাইতো এই
সোমবার কোহলি-অশ্বিনরা পশ্চিমঘাট পর্বতমালায় ট্রেকিং করতে গিয়েছিলেন। পুনে শহর থেকে ৮০ কিলোমিটার দূরত্বে এই তামহিনি ঘাট। পরে একটি ছবি দিয়ে টুইটও করেছেন ভারত অধিনায়ক। লিখেছেন, ‘প্রত্যেকটা দিনই আশীর্বাদ ও সুযোগ নিয়ে আসে। কৃতজ্ঞ থাকুন আর সামনে এগিয়ে চলুন।’
বেঙালুরুতে আগামী শনিবার দ্বিতীয় টেস্টে অজিদের বিপক্ষে নামছে ভারত। তার আগে নিজেদের চাঙা রাখতেই বের হয়ে পড়লেন স্বাগতিক ক্রিকেটাররা। পশ্চিমঘাট থেকে শুধু কোহলিই নন, টুইট করেছেন তাঁর সতীর্থরাও। অজিঙ্কা রাহানে এবং উমেশ যাদব স্ত্রীদের নিয়েই গিয়েছিলেন। ছবিও টুইট করেন তাঁরা। তবে সবচেয়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম পোস্টটি করেছেন সম্ভবত রবীন্দ্র জাদেজা। পাহাড়ের মাথায় ভারতীয় পতাকা হাতে নিয়ে। পাহাড়ের নামটিও লিখে দেন তিনি— ‘তামহিনি ঘাট ট্রেক’। ছবিতে হ্যাশট্যাগও দিলেন, ‘টিম অ্যাক্টিভিটি’।
বসে নেই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। তারাও অবসর সময়টা কাটাচ্ছেন যে যার মতো করে। ডেভিড ওয়ার্নার নিজের মেয়ের সঙ্গে ছবি সোমবার টুইট করেছেন। টুইটারে ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দিয়ে যাচ্ছেন তিনি!