পুলিশের সংঘর্ষ হয়েছে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আধাবেলা ডাকা হরতালের সমর্থনে সড়ক অবরোধ করার সময় শাহবাগে হরতাল সমর্থকদের সঙ্গে। পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও গরম পানি ছুঁড়েছে। আটক করা হয়েছে ১০ জনকে।

জানা গেছে, মঙ্গলবারের ডাকা এই হরতালের সমর্থনে সকালে শাহবাগের চারুকলার সামনে অবস্থান নেয় গণতান্ত্রিক বাম মোর্চার কর্মীরা। হরতালের সমর্থনের তারা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী শ্লোগান দিতেও দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু তারা সড়ক থেকে সরে না গিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। এর এক পর‌্যায়ে বাম মোর‌্যার কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বাম মোর্চার নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও গরম পানি ছোঁড়ে। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে চলে যায়।

সংঘর্ষের সময় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে দলটির ১০ নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এবং অপারেশন) মিজানুর রহমান ঢাকাটাইমসকে বলেন, হরতাল সমর্থকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলেও তারা সরে যায়নি। উল্টো আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে আমরা তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হই। পরে ঘটনাস্থল থেকে ১০/১১ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031