হাইকোর্ট আগামী জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা স্থগিত করেছেন। ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় বিষয়টি জানতে রুল জারি করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসির বৈঠকে আবাসিক থেকে বাণিজ্যিক এবং যানবাহন-সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।
বৈঠকে মার্চ ও জুনে দুই দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। মার্চ থেকে প্রথম দফা এবং জুন থেকে দ্বিতীয় দফা কার্যকর হওয়ার কথা।
সিদ্ধান্ত অনুযায়ী মার্চ থেকে এক চুলার মাসিক বিল হবে ৭৫০ টাকা। আর দুই চুলার বিল হবে ৮০০ টাকা।
আর জুন থেকে এই বিল চুলাপ্রতি আরও ১৫০ টাকা করে বাড়বে। তখন এক চুলার বিল হবে ৯০০ টাকা এবং দুই চুলার ৯৫০ টাকা। এখন পর্যন্ত এক চুলার জন্য ৬০০ এবং দুই চুলার জন্য ৬৫০ টাকা বিল দিতে হয়।
বিস্তারিত আসছে…