গ্যাসের দাম আগামী মার্চ ও জুনে দুই দফা বাড়ছে । আবাসিক ও বাণিজ্যিকের পাশাপাশি পরিবহনে ব্যবহার হওয়া সংকুচিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দামও বাড়ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া বাড়বে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে এখনই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভাড়া বাড়বে কি না তা এখনই বলা যায় না। এর আগেও জ্বালানির দাম বাড়ার পর ভাড়া বাড়েনি।
রবিবার দুপুরে রাজধানীতে জাতীয় ঈদগাহের সামনে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
গত বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনে ব্যবহার করা সিএনজির দাম ইউনিটপ্রতি ৩৫ টাকা থেকে বেড় ৩৮ টাকা হবে আগামী ১ মার্চ থেকে। আর এটা ৪০ টাকা হবে জুনে। অর্থাৎ দুই দফায় দাম বাড়বে ১৪ শতাংশ।
২০১৬ সালের ২৪ জুন ডিজেলের দাম লিটারে তিন টাকা কমানোর পর বাস বা ট্রাক ভাড়া কমেনি। এবার ইউনিটপ্রতি গ্যাসের দাম দুই দফায় পাঁচ টাকা বাড়লে ভাড়ার কী হবে- সড়কমন্ত্রীর কাছে এই প্রশ্ন ছিল সাংবাদিকদের।
জবাবে মন্ত্রী বলেন, ‘গ্যাসের যখন দাম বৃদ্ধিতে পরিবহনে একটা প্রতিক্রিয়া আসে। গ্যাসের মূল্য বৃদ্ধির পরে আমরা পরিবহনের ভাড় বাড়ায়নি এমন প্রমাণও আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহনের ভাড়া নির্ধারণে বিআরটিএর একটি কমিটি আছে। তারা তেল এবং গ্যাসের দাম বাড়ার পর পরিবহনের স্টেক হোল্ডারদের সাথে বৈঠক করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেন। এখানে বাড়ানো হতো পারে আবার পূর্বেরটাও থাকতে পারে। তবে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না।’
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনির ও চলচিত্রকার তারেক মাসুদের মৃত্যুর মামলায় বাস চাল চালক জমির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট নিয়েও কথা বলেন সড়ক মন্ত্রী। তিনি বলেন, ‘মামলার রায়ের পর পরিবহন শ্রমিকরা আমার কাছে পরামর্শ চেয়েছিল। তখন আমি তাদের বলেছিলাম আদালতের রায় অমান্য করা যাবে না। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে আপিল করতে পারেন। কিন্ত অযৌক্তিক ধর্মঘট করে জনগণের ভোগান্তি বাড়বে, এতে তাদের কোন লাভ হবে না।’
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিএনজি চালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে। তিনি বলেন, ‘আমি যখন মানিক মিয়া এভিনিউতে অভিযান চালাই, সেই সংবাদ অনেকেই পেয়ে যান এবং সচেতন হয়ে যান। কিন্তু এখানে (জাতীয় ঈদগাহ) সচেতন হওয়ার বিষয় নেই। এখানে যেসকল সিএনজি এসেছে তার সবগুলোই প্রায় আমি চেক করেছি। মিটার নিয়ে যে কথাটা আছে তা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। মিটারচালিত সিএনজি অটোরিকশার সুফল পাওয়া যাচ্ছে না, তা সঠিক নয়।’