আদালত হবিগঞ্জের বাহুবলে দুই ভাইকে জবাই করে হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে। রবিবার বিকাল চারটায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই উপজেলার যশপাল গ্রামের আবদুস সামাদের ছেলে আব্দুল আলী, মারফত আলীর ছেলে সায়েদ আলী ও আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া।

নিহত দুই শিশু হলো বাহুবল উপজেলার যশপাল গ্রামের ছিদ্দিক আলীর পুত্র নুরুজ আলী (১০) ও তার বড় ভাই আহাদ আলী (১২)।

মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ২০০৮ সালের ১৮ আগস্ট  বিকালে আসামিরা বাহুবল উপজেলার যশপাল গ্রামের ছিদ্দিক আলীর ছেলে নুরুজ আলী ও তার বড় ভাই আহাদ আলীকে পাশের একটি গ্রামে বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাদেরকে একই এলাকার তিতারকোণায় নিয়ে ধান ক্ষেতে কাস্তি দিয়ে জবাই করে হত্যা করে। পরদিন তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ছিদ্দিক আলী বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৯জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহফুজা পারভিন আসামি ছায়েদ আলীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অন্য দুই আসামি পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল আহাদ ফারুক রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031