কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন নূরজাহান। এখন নানা রোগে আক্রান্ত হয়েছে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছেন না। ছেলে-মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে বসবাস করেন গাজীপুর জয়দেবপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার ভাড়া বাসায়। স্বামী ওসমান আলী বাসা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে চাকরী করেন। গ্যাসের দাম বৃদ্ধির প্রসংঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে নূরজাহান কেঁদেই ফেললেন। তিনি বললেন, স্বামী যে বেতন পায়- তা দিয়ে তো কোন ভাবেই সংসার চলছে না। আমি অনেক দিন থেকে অসুস্থ। নিয়মিত অনেক টাকার ওষুধ লাগে। খেয়ে দেয়ে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ আর নিজের ওষুধ কেনা অনেক কষ্টের। তার ওপর গ্যাসের দাম আরো তিনশত টাকা বেড়ে গেলে সেটা আমারা পাবো কোথায়। সরকার যদি বিল বাড়ায় তাহলে আমাদের বেতন বাড়িয়ে দিক। নূরজাহানের স্বামী ওসমান আলী বলেন, আমি একটি গার্মেন্টস কারখানায় ছোট চাকুরী করে সামান্য বেতন পাই। এ দিয়ে আমার সংসার কোন রকমে চলে। এ মূহুর্তে সরকার যে গ্যাসের মূল্য বাড়িয়েছে, তা বহন করতে আমাদের অনেক কষ্ট হবে। এটা অযৌক্তিক ভাবে বাড়ানো হয়েছে।
ওসমান আলী জানান, তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ডিগ্রী পাশ করেছে। তাকে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি চলছে। আর ছেলে কলেজে এইচএসসি পড়ছে। তার জন্য মাসে চার-পাঁচ হাজার টাকা লেগে যায়। মেয়েরও কলেজের খরচ রয়েছে। ঘর ভাড়া দিতে হয়। এসব করে প্রতি মাসে টানাটানি থাকে। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ালে তা আমাদের ওপর জুলুম হয়ে যাবে।
ওসমান-নুরজাহান পরিবারের মতো নগরের অনেকেই গ্যাস দাম বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। অবসর প্রাপ্ত এক চাকরীজীবী জাকারিয়া হোসেন বলেন, অনেক বিশেষজ্ঞরাই তো টেলিভিশনে বলছেন গ্যাসের দাম বাড়ানো ঠিক হয়নি। সিলিন্ডার গ্যাসের সঙ্গে সমন্বয়ের কথা বলা হচ্ছে দাম বাড়ানোর সিদ্ধান্তের পর। কিন্তু সিলিন্ডার গ্যাসের দাম কমিয়েতো সমন্বয় করা যেত।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031