বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এক দশক পর দলের সংস্কারপন্থী নেতাদের ডাকছেন। বৃহস্পতিবার রাতে তিনি তার রাজনৈতিক কার্যালয়ে দলের দুই সংস্কারপন্থী নেতাকে ডেকে কথা বলেছেন। আগামী সপ্তাহে তিনি সংস্কারপন্থী অন্য দুই নেতাকে ডাকবেন। ওয়ান ইলেভেনের সময় দলের সংস্কারপ্রক্রিয়ার সঙ্গে নেতাদের কয়েকজনকে বহিস্কার করা হয়। তবে বেশিরভাগ নেতাকে বহিস্কারও করা হয়নি, দলেও সক্রিয় থাকতে পারেননি। কিন্তু নানা সময়ে সুযোগ পেয়েও অন্য রাজনীতিতে জড়াননি তাদের কেউ কেউ। বরং তারা নিজেদের অবস্থান থেকে বিএনপিতে ফেরার লড়াই চালিয়ে গেছেন। তারই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো দুইজন সংস্কারপন্থী নেতা খালেদা জিয়ার ডাক পেলেন। বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি দলীয় সাবেক দুই এমপি জহিরউদ্দিন স্বপন ও সর্দার সাখাওয়াত হোসেন ববুল। খালেদা জিয়া তাঁদের দুজনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। খালেদা জিয়া তাঁদের আবার দলের কাজে সক্রিয় হতে বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। পর্যায়ক্রমে এ রকম আরও বেশ কয়েকজন নেতাকে খালেদা জিয়া ডেকে পাঠাবেন। সূত্র জানায়, আগামী সপ্তাহে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের ডাক পেতে পারেন সাবেক দুই এমপি নজির হোসেন ও ডা. জিয়াউল হক মোল্লা। এ ব্যাপারে জহিরউদ্দিন স্বপন মানবজমিনকে বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁদের দুজনকে প্রায় আধা ঘণ্টা সময় দিয়েছেন। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভেদের বদলে দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। ওয়ান ইলেভেনের পর আওয়ামী লীগ তাদের সংস্কারপন্থী নেতাদের অনেক আগেই দলের সক্রিয় করেছেন। বিলম্বে হলেও বৃহস্পতিবার রাতের আলোচনার মধ্যদিয়ে বিএনপি সে ঐক্যের উদ্যোগ নিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আশাবাদের বিষয়। দলের জন্য কাজ করতে নতুন করে সুযোগ দেওয়ায় জহিরউদ্দিন স্বপন দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যদিকে সরদার সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, চেয়ারপারসন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। ‘মাতৃস্নেহে’ ভবিষ্যতের করণীয় তুলে ধরেছেন, দলের জন্য কাজ করতে বলেছেন। তাঁরা অতীতের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, অন্য কোনো দলে যাননি কারণ তারা বিএনপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031