রুহুল কবির রিজভী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে কানাডা আদালতের রায় প্রকাশকে বিএনপির বিরুদ্ধে বর্বরতম চক্রান্ত বলছেন । তিনি বলেন, কানাডার আদালত রায় দেয়ার এক মাস পর যে সাংবাদিক এটি গণমাধ্যমে প্রকাশ করেছেন, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, কানাডার আদালতের রায় বিএনপির বিরুদ্ধে সরকারের ‘চক্রান্তমূলক নাটকের’ অংশ।
রিজভী বলেন,‘আমরা মনে করি, এটি বর্তমান সরকারের উদ্দেশ্যপ্রণোদিত একটি বিষয়। বিষয়টিকে তারা একটি নাটক সাজিয়েছে এবং ওই নাটকটা ওইভাবে তারা তথ্য-প্রমাণ দিয়েছে। জনগণের মাঝে ধোঁয়াশা করার উদ্দেশ্যে এমনটা সৃষ্টি করা হয়েছে।’
রিজভী বলেন,‘কানাডার যে অনলাইনে রায়টি বেরিয়েছে, সেটি করেছে (সাগর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা। গত মাসের ২৫ তারিখে রায় বেরিয়েছে। প্রায় এক মাস পেরিয়ে গেল। হঠাৎ করে কালকে আমরা এর প্রচার দেখতে পেলাম, বিশেষ করে ক্ষমতাসীনদের প্রচারিত মিডিয়ায় এটা প্রচার করতে ধুম পড়ে গেছে। কানাডায় বসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানা ধরনের চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন, একটা বর্বরতম পরিকল্পনা তৈরি করছেন-এটা সুস্পষ্ট।’
কানাডাভিত্তিক অনলাইন বাংলা সংবাদপত্র নতুন দেশে প্রকাশিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই ব্যক্তি। আর জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে বিচারক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।
নতুন সময়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামে ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তিনি ফেডারেল কোর্টে এই জুডিশিয়াল রিভিউর আবেদন করেন। ওই আবেদনের নিষ্পত্তি করে গত ২৫ জানুয়ারি রায় দেন ফেডারেল কোর্টের বিচারক হেনরি এস ব্রাউন। এতে বিচারক বলেন, ‘বিএনপি সন্ত্রাসী কার্যলিপ্ত ছিল, আছে বা লিপ্ত হবার লিপ্ত হবে’ তা বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে- এই মর্মে ইমিগ্রেশন অফিসার যে সিদ্ধান্ত দিয়েছেন তা যৌক্তিক বলে আমি মনে করি।’
এই রায়ের বিষয়ে বলতেই সংবাদ সম্মেলন ডাকেন রিজভী। রায়ের একটি অংশের বক্তব্য তুলে ধরে তিনি বলেন,‘বিরোধী দলের একজন ছেলে যাকে স্বেচ্ছাসেবক দলের বলে বলা হচ্ছে, সে তার আবেদনে কী বিএনপির বিরুদ্ধে বলবে? সে তো বলবে আমি বাংলাদেশে একটা প্রতিকূলতার মধ্যে আছি, হয়রানি হচ্ছে, মামলা হচ্ছে, টর্চার হতে পারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হতে পারে-এসব কথা আবেদনে বলবে। সে ওই কথা (বিএনপির বিরুদ্ধে) বলবে কেন?’।
বিএনপি নেতা বলেন, ‘এই কথাতেই মনে হচ্ছে এটা একটা সাজানো নাটকের বিষয়। যেটা কানাডায় উপস্থাপন করেছেন, ইমিগ্রেশন বিভাগকে এভাবে ভুল তথ্য তারা দিয়েছেন, বানানো নাটকের ভুল তথ্য দিয়েছেন এবং সেটা তারা কোর্টে নিয়ে গেছেন।’
রিজভী বলেন, ‘রায়ে বিচারক বলেছেন, আবেদনকারীর বক্তব্যকে আমলে নিয়ে ইমিগ্রেশনের কর্মকর্তা বাংলাদেশের রাজনীতিকে সহিংস ঘটনা হিসেবে অবহিত করেন। বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ উভয়ে জনগণ ও সরকারকে প্রভাবিত করার জন্য বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করছে।’ তিনি বলেন,‘এই যে ইমিগ্রেশন কর্মর্কতার তথ্যের ভিত্তিতে অর্থাৎ এটা বিএনপি সন্ত্রাসী কি না, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন, এটার জন্য প্রসিকিউশনের বিপক্ষে যে ডিফেন্স লইয়ারের কোনো যুক্তি-তর্ক এখানে দেখছি না।’
বিএনপি কানাডায় উচ্চ আদালতে আপিল করবেন কি না জানতে চাইলে রিজভী বলেন, ‘সেটা আমরা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বলতে পারব। এখন যেটা তাৎক্ষণিক জেনেছি, তার প্রতিক্রিয়া জানালাম।’
‘আওয়ামী লীগকেও সন্ত্রাসী বলেছে কানাডা আদালত’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ কানাডার রায় সম্পর্কে প্রতিক্রিয়ায় বলেন, ‘কানাডার যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সেখানকার যারা প্রসিকিউশন করেন, তারা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। সুতরাং শুধু শুধু বিএনপিকে দোষারোপ করার মানে হয় না-এটাকে বিশ্বাস করলে, এটিও বিশ্বাস করতে হবে আওয়ামী লীগও সস্ত্রাসীদের দল।
হাফিজউদ্দিন বলেন, ‘আমি বলতে চাই, কেউ যদি বিশ্বাস করে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাহলে আওয়ামী লীগ এক ধাপ এগিয়ে আছে, আমাদের আগে আছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুল আউয়াল খান, মুনির হোসেন প্রমুখ।