ইয়াংহি লি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দুত উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি (ক্যাম্প) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মিয়ানমারে নির্যাতনের শিকার ৩২ জন রোহিঙ্গার সাথে কথা বলেন তিনি। বস্তি ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, জাতিসংঘ বিশেষ দুত ইয়াংহি লি মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া কুতুপালং বস্তিতে অবস্থান করা মিয়ানমারের নাইচ্ছা প্রু গ্রামের জামালিদাসহ ২০ জন মহিলা ও খেয়ারি প্রাং গ্রামের মোহাম্মদ করিম সহ ১২ জন পুরুষের সঙ্গে কথা বলেন। এদের মধ্যে মিয়ানমারের গৌজবিল, সিকদার পাড়া, মাইচং, খিয়ায়ী প্রাং গ্রামের নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গারা রয়েছেন। এ সময় জাতিসংঘের বিশেষ দূতের সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বাকী বিল্লাহ, এনজিও সংস্থা আইওএম ও ইউএনএইচসি আরের কর্মকর্তারা। এর আগে বিশেষ দূত সকাল ৯ টা দিকে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোজার সাথে কথা বলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |