এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম দুই দফায় ২২.৭% বাড়ানোর ঘোষণা দিয়েছে । ১লা মার্চ ও ১লা জুলাই দুই দফায় নতুন এই দাম কার্যকর করা হবে। গৃহাস্থলীতে ব্যবহৃত এক চুলার জন্য ১লা মার্চ থেকে ৭৫০ টাকা ও ১লা জুন থেকে ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এক চুলার জন্য এই দাম ছিল ৬০০ টাকা। অন্যদিকে দুই চুলার জন্য গ্যাসের দাম ১লা মার্চ থেকে ৮০০ টাকা ও ১লা জুন থেকে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দুই চুলার জন্য গ্যাসের মাসিক চার্জ ৬৫০ টাকা। আজ বিইআরসি সম্মেলন কক্ষে বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম গ্যাসের মূল্য পুননির্ধারণের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিএনজি’র ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১লা মার্চ থেকে ৩৮ টাকা ও ১লা জুন থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি’র দাম ৩৫ টাকা। গ্রাহক শ্রেণির বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১লা মার্চ থেকে ২.৯৯ টাকা ও ১লা জুন থেকে ৩.১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই দাম প্রতি ঘনমিটারে ৩.৩২ টাকা।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031