ঢাকা মোহামেডান শিরোপাধারী চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে টিকে রইল ।
আজ বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এই খেলায় ড্র করে প্রথম পয়েন্টের মুখ দেখল মোহামেডান। প্রথম ম্যাচে তারা নেপালের মানাং মারসিয়ানদির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৪। আগের ম্যাচে তারা শাহিন আসমাইকে হারিয়েছিল ৩-১ গোলে।
আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা খেলার প্রথমার্ধে ছিল মোহামেডানের দাপট। কিছুটা কোণঠাসা ছিল চট্টগ্রাম আবাহনী। তারা পাল্টা আক্রমণের কৌশলে খেলতে বাধ্য হয়। ৩১ মিনিটে বক্সের ওপর থেকে দাউদা সিসের বাঁ পায়ের জোরালো ভলি পাঞ্চ করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন আবাহনী গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।
চট্টগ্রাম আবাহনীও গোলের কাছাকাছি এসেছিল ৩৬ মিনিটে। ২০ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিক নিয়েছিলেন অগাস্টিন ওয়ালসন, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফিস্ট করে বল ঠেকান মোহামেডান গোলরক্ষক মামুন খান।
তবে ৬৩ মিনিটে দুর্ভাগ্যেরও শিকার হয় চট্টগ্রাম আবাহনী। বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শট নিয়েছিলেন অধিনায়ক মামুনুল ইসলাম। বল ক্রসবারে লেগে খেলায় ফিরে আসে। খেলার চিত্র পরে আর বদলায়নি। গোলশূন্য ড্রতে তাই শেষ হয় ম্যাচ। দুই দলেরই একটি করে খেলা বাকি।