কোস্ট গার্ড পাচার কালে বিপুল পরিমান বিদেশী বিয়ার জব্দ করেছে টেকনাফে ।২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনস্থ সিজি স্টেশন টেকনাফ এর একটি টহল দল নিয়মিত টহলের সময় টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকা থেকে বিয়ার গুলো জব্দ করা হয়।
টেকনাফ কোস্ট গার্ড সিজি স্টেশনের কমান্ডার তাসকিন নুর জানান,মিয়ানমার থেকে বিয়ার আসা গোপন সংবাদে কেরুনতুলী কেউরাবাগান এলাকা থেকে পাচার কারীদের ফেলে দেওয়া ২২ বোতল গ্রান্ড রয়েল মদ, ২০ বোতল সাইরাম মদ, ১৮ ক্যান ডাইব্লু বিয়ার এবং ১২ ক্যান সিংগা বিয়ার জব্দ করে। যার আনুমানিক মূল্য টাকা- ৬০ হাজার ৬শ টাকা। জব্দকৃত বিয়ারগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।