২১ ফেব্রুয়ারীর রাতে পুরো শহীদ মিনার এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ধাক্কা ধাক্কি ও মারামারিতে লিপ্ত হন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড নামে একটি সংগঠনের নেতা কর্মীরা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১২টা ০১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দেয়ার জন্য লাইনে থাকা অন্যান্য সংগঠনকে ডিঙ্গিয়ে শহীদ বেধিতে উঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারি শুরু করে। ১০/ ১৫ মিনিট ধরে চলা এ মারামারিকালে তাদের থামানো চেষ্টা করে ব্যর্থ হন আইন শৃংখলা দায়িত্বে থাকা পুলিশ এবং শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজকরা।
পরে তাদের জোর করে নীচে নামিয়ে দেয়ার পরও দুই পক্ষ মারামারি এবং অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে।
এ ব্যাপারে সিএমপি’র কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, কার আগে কে ফুল দিবে তা নিয়ে হুড়োগুড়ি থেকে মারামারিতে জড়িয়ে পড়েছে ফুল দিতে আসা যুবকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সব সংগঠন শহীদ মিনারে শান্তিপূর্ণ ফুল দিয়েছে বলে জানান তিনি।