প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নতুন চার নির্বাচন কমিশনা রও নুরুল হুদার সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা জানানোর পর সিইসি নূরুল হুদা বলেন, একুশ আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ-উদ্দীপনা। তাই গণতন্ত্র বা এর মূল্যবোধ যাই বলি না কেন, এর মূলে রয়েছে একুশের চেতনা। তিনি বলেন, ভবিষ্যতে এই চেতনাগুলো যারা কাজে লাগাবে বা এরই মধ্যে যারা এর সঙ্গে সম্পৃক্ত, আমরা তাদের সাধুবাদ জানাই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এতে সিইসি করা হয় সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। কমিশনের অন্য সদস্যরা হলেন মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদাৎ হোসেন।