প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যে পবিত্র রমজান নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় চলছে। মোদি উত্তর প্রদেশের ফতেহপুরে রোববার এক নির্বাচনী র‌্যালিতে বলেছেন, রমজান চলাকালে যদি বিদ্যুত থাকে তাহলে দিওয়ালির সময়ও থাকা উচিত। রমজানকে দিওয়ালির সঙ্গে তুলনা করায় এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছে বিরোধী দল কংগ্রেস, বামেরা ও আম আদমি পার্টির নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মোদির ওই মন্তব্যকে অসম্মানজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন সিপিএম নেতা সিতারাম ইয়েচুরি। কংগ্রেস, আম আদমি পার্টি ও সিপিএম মোদির ওই মন্তব্যকে সাম্প্রদায়িক, দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, উত্তর প্রদেশের ওই নির্বাচনী প্রচারণায় মোদির এমন মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার কথা জানিয়েছে কংগ্রেস পার্টি। দলীয় টুইটে মোদি বলেছেন, জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য থাকা উচিত নয়। তিনি বলেন, যদি রমজান চলাকালে বিদ্যুত থাকে তাহলে অবশ্যই দিওয়ালি চলাকালে বিদ্যুত থাকতে হবে। কোনো বৈষম্য থাকা উচিত নয়। বার্তা সংস্থা পিটিআই ও এএনআই রিপোর্ট করেছে যে, মোদি আরো বলেছেন, যদি কবরস্তান থাকে তাহলে শ্মশানও থাকতে হবে। উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের কেউ মারা গেলে তাকে দাফন করা হয় কবরস্তানে। হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় শ্মশানে। মোদির ওইসব মন্তব্যের জবাবে কংগ্রেস বলেছে, তারা সোমবার নির্বাচন কমিশনে মোদির বিরুদ্ধে নালিশ জানিয়ে ফাইল জমা দেবে। এ কথা বলেছেন কংগ্রেসের দলীয় আইনজীবী কে সি মিত্তাল। তিনি বলেছেন, অমন ভুল ও দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য দেয়া মোদির অবশ্যই উচিত হয় নি। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য অবশ্যই নির্বাচন কমিশনকে আমলে নিতে হবে। তার বক্তব্য নির্বাচন কমিশনের নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এ কথা বলেছেন কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা। মোদির ওই মন্তব্যকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করেছেন সিপিএমের নেতা সিতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, এর উদ্দেশ্য হলো হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। রোববার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন। এতে তিনি লিখেছেন, মোদির ধর্ম নিয়ে মন্তব্য থেকেই বোঝা যায় যে, উত্তর প্রদেশ নির্বাচনে ভয়াবহভাবে পরাজিত হচ্ছে বিজেপি। নির্বাচনের ফল নিয়ে মোদি এখন নার্ভাস।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031