বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার মুক্তিযুদ্ধ ও ভাষা শহীদের  রক্তের সঙ্গে বেইমানি করেছে বলে অভিযোগ করেছেন । তিনি বলেন, ‘আওয়ামী লীগের তথাকথিত  বুদ্ধিজীবীরারা কথায় কথায় একুশ আর স্বাধীনতার চেতনার কথা বলেন। কিন্তু একবারও বলেন না যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিলো গণতন্ত্র। আজ ক্ষমতাসীন সরকার একদলীয় শাসন কায়েম করেছে ‘

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা বন্দুক ব্যবহার করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে দাবিয়ে রেখেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করেছে।’

নতুন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের লোক দাবি করে বিএনপি নেতা বলেন, ‘নিজেদের মতো করো সার্চ কমিটি করে নির্বাচন কমিশন করেছে সরকার। আবার তারা ছলছাতুরি করে নির্বাচন দিতে চায়। আমরা বলতে চাই ২০১৪ সালের ৫ জানুয়ারি যে একতরফা নির্বাচন হয়েছে তা দেশবাসী ও বিশ্ববাসী গ্রহণ করেনি।  তাই আবারো যদি প্রতারণা করে সরকার নির্বাচন করতে চায় তাহলে তা কেউ গ্রহণ করবে না।’

ফখরুল বলেন, ‘আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। সেটা সহায়ক সরকার হোক আর অন্য যে নামে হোক। তা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ তা গ্রহণ করবে না।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আমরা অনেক আশা নিয়ে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু ভাষা আন্দোলন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান সরকার ধুলিস্যাৎ করে দিয়েছে। দেশে সত্যিকার অর্থে এখন একদলীয় শাসন চলছে। ’

মওদুদ বলেন, ‘আজকের এইদিনে আমাদের শপথ নিতে হবে আমরা মুক্তিযোদ্ধের চেতনা সমুন্নত রাখবো। এজন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। সেই আন্দোলনে নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া।’

আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মোস্তাহিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031