৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচনও ওই দিন অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ বিষয়ে তফসিল ঘোষণা করেন। নতুন নির্বাচন কমিশন গঠন করার পর আজ প্রথম কমিশনের সভার আয়োজন করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন পত্র যাছাই-বাছাই করা হবে ৫ ও ৬ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ।
সুনামগঞ্জ-২ শূন্য আসনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। মনোনয়ন পত্র যাছাই-বাছাই করা হবে ৫ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ।