অসুস্থ অবস্থায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে (৯৬) । রবিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত আল্লামা শফিকে কয়েক দিন আগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। আল্লামা শফি হাটহাজারী মাদরাসা নামে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-এর প্রধান। মাদরাসা সূত্র জানায়, আল্লামা শফি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।