দুই ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে কক্সবাজারে । কলাতলীর কাটাপাহাড় এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে দুই গ্রুপের কোনো এক পক্ষের হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। যুবক কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে।
ঘটনাস্থল থেকে এসময় ২ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী সিটিজিনিউজকে জানান, ইয়াবা ব্যবসায়ীর দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত যুবক দেশের শীর্ষ একজন ইয়াবা ব্যবসায়ী। স্থানীয়দের কাছে মোস্তাক আহম্মদ প্রকাশ হাজী মফিজ বলে পরিচিত।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।