আটককৃতদের জিজ্ঞাসাবাদে এমনটাই আশংকা করছে পুলিশ। বিয়ের মাধ্যমে নতুন আত্মীয় হয় কিন্তু বিয়ের মাধ্যমে কক্সবাজার এলাকায় আরেকটি সম্পর্ক হয় তার নাম ইয়াবা ব্যবসায়ীর সম্পর্ক। তা না হলে একই পরিবারের শ্বশুর-শাশুড়ি এবং ইয়াবা পাচারকারীর মা জড়িত হল কিভাবে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটায় চক্রেসো-কানন আবাসিক এলাকার সামনের সড়ক থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ চক্রের চারজনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে আসামীদের পরস্পরের মধ্যে নিকট আত্মীয়তার পরিচয় মিলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সিটিজিনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের হাসান আলী (৬০), রোকেয়া বেগম (৪৫), রহিম (১৯), আনোয়ারা বেগমকে (৪০) ৭ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
মোহাম্মদ মহসিন জানান, মূলত শ্বশুর-শাশুড়ি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে এসে জামাতা ও বেয়াইনের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ইয়াবা সরবরাহ শুরু হয়েছিল যখন থেকে রহিমের পরিবারের সাথে রোকেয়া-হাসান দম্পত্তির পরিবারের আত্মীয়তা সম্পর্ক হয়।
তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি মহসিন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
আগের দিন পঞ্চম বারের মত গ্রেফতার করা হয়েছিল রহিমাকে। তার কাছ থেকে ২ কেজি গাঁজা ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।