পরবর্তী তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার । রাজধানীর বকশীবাজার আলীয় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার পক্ষে আনা সময়ের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
আজ দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আত্মপক্ষ সমর্থনের জন্য দুই মামলায় সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু আহমেদ জমাদার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৬ ফেব্রুয়ারি দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারণ করেন।
২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |