রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার একদিনের সফরে রাজশাহীতে আসছেন।
সরকারি এক তথ্যবিবরণীতে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত রাজশাহী সেনানিবাসে সেনাবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
তথ্য বিবরণীতে জানানো হয়, রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে রাজশাহী যাবেন এবং হেলিকপ্টারেই ঢাকায় ফিরে আসবেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতিকে বিদায় দিয়ে প্রতিমন্ত্রী এদিন বিকেলে রাজশাহী থেকে তার নির্বাচনী এলাকা বাঘা যাবেন এবং পরদিন শুক্রবার তিনি রাজশাহীতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।