এক দম্পতি চট্টগ্রামে ইয়াবা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পেয়েছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টায় অক্সিজেন আতুরার ডিপো এলাকার বনস্পতি ওয়েল মিলের সামনের সড়ক থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. আবুল কালাম (৩০) ও তার স্ত্রী রুবি আক্তার (২৫)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াবাজার পশ্চিম সাতগরিয়া পাড়া এলাকায়।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করছিল কালাম। ধরা না পড়ার জন্য কৌশল হিসেবে চট্টগ্রামে আসার সময় স্ত্রীকে নিয়ে আসে কালাম।’
আবুল কালামের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসীন পিপিএম।