আজ বিকালে নির্বাচন কমিশনে (ইসি) যোগ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার ।
এর আগে বিকেল তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ বাক্য পাঠ করানোর কথা রয়েছে।
শপথ শেষে বিকেল ৫টায় আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে এসে তারা সাংবাদিকদের ব্রিফিং করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানিয়েছেন।
সিইসির সঙ্গে শপথ গ্রহণ করবেন চার নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদত হোসেন চৌধুরী