নগরীর কর্ণফুলী থানাধীন চাক্তাই বাঙাপুল ও নতুন চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যমানের অবৈধভাবে আনা বিদেশি সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি এ অভিযানের নেতৃত্ব দেন।
মো. সাব্বির রহমান সিটিজিনিউজকে বলেন, অভিযানে ব্রাদার্স ও আলি ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানকে ডিলিং লাইসেন্স না থাকায় দুটি দোকানকে ২০হাজার টাকা জরিমানাও করা হয়। পাশাপাশি আলী ট্রেডার্স নামের আরেক দোকানে বিপুল পরিমান অননুমোদিত বিদেশি সিগারেট জব্দ করে ধংস করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা হবে।