পরিকল্পনামন্ত্রী আ হম মুস্তফা কামাল এখন থেকে জেলার নামে আর কোনো বিভাগের নামকরণ করা হবে না বলে জানিয়েছেন । তিনি বলেন, শিগগিরই বিভাগ হিসেবে কুমিল্লার নাম ঘোষণা করা হবে। এর নাম হবে ময়নামতি
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা নগরে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী।
মুস্তফা কামাল বলেন, আজকের একনেকের বৈঠকে ৩ হাজার ৬৮৪ কোটি টাকা ব্যয়ে ১১টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এর মধ্যে প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা। বাকি টাকার মধ্যে জিওবি থেকে আসবে দুই হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা। এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৮৮ কোটি ৪৩ লাখ টাকা। প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এসব প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
বিস্তারিত আসছে…