যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত ডা. রুপা হকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তার সঙ্গে একটি প্রতিনিধি দলও ছিল। প্রতিনিধি দলে আরও দুজন ব্রিটিশ এমপিসহ যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ছিলেন।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সাড়ে আটটার দিকে তারা খালেদা জিয়ার কার্যালয়ে আসেন। এক ঘণ্টার বেশি সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ২০১৫ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে লন্ডনের অন্যতম আলোচিত ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২২ হাজার দুই ভোট পেয়ে বিজয়ী হন। রাজনীতির পাশাপাশি রূপা হক কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছেন।