আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত অফিসে গুলির ঘটনা ঘটে রাজধানীর পুরানা পল্টন এলাকায়ছে। এতে মো. মোশারফ হোসেন ভুঁইয়া (২১) নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার সময় এমপি অফিসে উপস্থিত ছিলেন না। গুলিবিদ্ধ কর্মী ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গুলির ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পল্টনের কালভার্ট রোডের ৩৭/২ নম্বর ১৯ তলা ভবনের দোতলায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত অফিস রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রূপগঞ্জ থেকে প্রায় ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মী এমপির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে ব্যক্তিগত ও দলের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তখনই গুলির ঘটনা ঘটে। এতে মোশারফ হোসেন নামে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। তার কোমরের বামপাশে এক রাউন্ড গুলি লেগেছে। গুলির শব্দে ওই ভবনে থাকা লোকজনের মধ্যে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ওই ভবনের লোকজন নিচে নেমে আসেন। আহত মোশারফ হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায়। তিনি ওই এলাকার ছাত্রলীগের কর্মী। তিনি তার ব্যক্তিগত কাজে ওই অফিসে গিয়েছিলেন। গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী মো. কামারুজ্জামান জানান, ওই ভবনের দোতলায় নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গাজী গোলাম দস্তগীরের অফিস রয়েছে। প্রায় সময় তার আসনের লোকজন ব্যক্তিগত কাজে ওই অফিসে আসেন। এছাড়াও অফিসে মাঝেমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরোয়া বৈঠক করে থাকেন। তিনি আরও জানান, সন্ধ্যার সময় প্রায় ১৫ জন রূপগঞ্জ এলাকা থেকে ওই অফিসে এসেছিলেন। এ সময় গুলির ঘটনা ঘটে। তবে কারা এবং কি উদ্দেশ্যে গুলি করেছে তা তিনি জানাতে পারেননি। এ বিষয়ে পল্টন থানার এসআই মুরাদ হোসেন মানবজমিনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে উপস্থিত থাকা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে ব্যক্তিগত বা দলীয় কোন্দলে গুলির ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত চলছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |