দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম নৌযান শ্রমিকদের পাশে থাকার আহবান জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপিকে পত্র দিয়েছেন ।
রোববার (১২ ফেব্রুয়ারি) এক পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন।
পত্রে তিনি বলেন- গত ১১ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কেন্দ্রিক লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশ কর্মবিরতি শুরু করে। কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে ৬০টি লাইটারেজ জাহাজ থেকে ভোগ্যপণ্য, সার ও শিল্পের কাঁচামাল খালাসের কাজ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম থেকে সারাদেশে এসব পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এ কর্মবিরতি অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদারভেসেল থেকে পণ্য খালাস মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এ প্রসংগে উল্লেখ্য, বর্ধিত মজুরি বাস্তবায়নের দাবিতে লাইটারেজ শ্রমিকরা বিগত কয়েক মাসে বার বার কর্মবিরতি পালন করে। ফলশ্রুতিতে ভোগ্যপণ্য ও কাঁচামাল খালাসের ক্ষেত্রে বিঘœ সৃষ্টি হয় এবং কস্ট অব ডুয়িং বিজনেস বৃদ্ধি পায়। নৌযান শ্রমিক ও মালিকদের মজুরি সংক্রান্ত দ্বন্দের কারণে পণ্য আটক করে আমদানিকারকদের জিম্মি করার অপচেষ্টা কোনভাবেই মেনে নেয়া যায় না বলে মনে করেন চেম্বার সভাপতি।
তিনি পত্রে উল্লেখ করেন, এ অবস্থা অব্যাহত থাকলে জাহাজজট, কন্টেইনারজট এবং যানজটের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হবে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। বিগত কয়েক মাসে বন্দরের কন্টেইনারজট কিছুটা হ্রাস পেলেও নতুন করে শ্রমিক ধর্মঘট সার্বিক পরিস্থিতিকে আবারও বিশৃংখলার দিকে ধাবিত করবে। তাই নৌযান শ্রমিকরা যাতে আগামী ১৩ ফেব্রুয়ারীতে কাজে যোগদান করে তা নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নৌমন্ত্রীর প্রতি আহবান জানান মাহবুবুল আলম।