বাংলাদেশ মাংস বিক্রেতা সমিতি চার দফা দাবিতে ধর্মঘটের ডাক দিযেছে । আগামীকাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই ধর্মঘট চলবে। এই ছয় দিন মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন বিক্রেতারা।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। আগামী ছয় দিনে দাবি না মানলে পরবর্তী সময়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মানববন্ধনে মাংস বিক্রেতারা অভিযোগ করেন, সীমান্ত থেকে রাজধানীর বিভিন্ন হাট পর্যন্ত গরু প্রতি চাঁদাবাজি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকা। সরকারের আদেশ অমান্য করে অতিরিক্ত খাজনা আদায় করা হয়। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র আনিসুল হকের কাছে শ’ শ’ আবেদন করা হয়েছে, চাঁদাবাজির ফিরিস্তি দেয়া হয়েছে। মেয়র একাধিকবার এসব সমস্যা সমাধানের নির্দেশ দিলেও দুর্নীতিবাজ কর্মকর্তারা ইজারার শর্ত বাস্তবায়নে নানা ধরনের টালবাহানা করে যাচ্ছেন।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম বলেন, মাংস বিক্রেতাদের কাছ থেকে ইজারাদারদের অতিরিক্ত টাকা আদায় করছেন। গরু আনার সময় পথে পথে তাদের চাঁদা গুণতে হচ্ছে। এর প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।