ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছেনগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনীতে আগুনে পুড়ে একটি বসতঘরের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিন টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের টেলিফোন অপারেটর বিশান্তর বড়ুয়া সিটিজিনিউজকে জানান, নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ কলোনীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১১টি গাড়ি গিয়ে ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণ আসার আগেই একাধিক কক্ষবিশিষ্ট ওই বসতঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায় বলে তিনি জানান।