পুলিশ জানিয়েছেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ পুলিশ জানিয়েছেজন আহত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের ৮ থেকে ১০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে ।
আহতদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার(১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাহ জালাল হলের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগের দুই গ্রুপ সিক্সটি নাইন ও ভিএক্স নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন অনুসারী।
ভিএক্স গ্রুপের আহতরা হলেন-বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মো.শামিম, বাংলা বিভাগের ২০১০-১১ সেশনের মো.কাউসার, নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের তুর্কি সরকার ও ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাসুম নাজিম। এছাড়া সিক্সটি নাইনেরও ৪ জন আহত হয়েছে তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাহজালাল হলের সামনে সিক্সটি নাইন ও ভিএক্স গ্রুপের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দুই গ্রুপের সিনিয়ররা গিয়ে বিষয়টি সমাধানও করে। কিন্তু এর আধা ঘণ্টা পর ওই হলের ভেতর সংঘর্ষে জড়িয়ে পরে দুই গ্রুপের কর্মীরা। এতে হলের ৮-১০টি কক্ষে ভাঙচুর চালায় তারা।পরে সংঘর্ষ থামাতে শাহজালাল হলে পুলিশ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী সিটিজিনিউজকে বলেন, সংঘর্ষে শাহজালাল হলের ৮-১০ কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। মূলত হলের ভেতরের পরিস্থিতি জানতে পুলিশ সেখানে গেছে। দুই পক্ষ থেকেই ৪ জন করে মোট আটজন আহত হয়েছে বলে দাবি করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।