নগরীর এম.এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকগণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জীবনের প্রতিক্ষেত্রে প্রতিযোগিতা থাকা প্রয়োজন। কোন অর্জন আপনা-আপনি আসে না, দরকার পরিশ্রম ও অনুশীলন। এই ক্রীড়া প্রতিযোগিতা তারই একটি অংশ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রাম এর উপ-পরিচালক নাজনীন কাউসার চৌধুরী বক্তৃতা করেন।