দুর্বৃত্তরা যশোরের শার্শায় পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে। উপজেলার উলাশি ইউনিয়নের জিরেনগাছা মাটিপুকুর পল্লীতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহত বিপ্লব হোসেন উলাশি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। এ ঘটনার প্রতিবাদে রাতেই নাভারন বাজারে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় শার্শার মাটিপুকুর গ্রামে ওয়াজ শুনতে যান বিপ্লবসহ তার সমর্থকরা। রাতে পূর্বপরিকল্পতভাবে একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এসময় বিপ্লবকে পিটিয়ে জখম করা হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে নাভারন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন ঢাকাটাইমসকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছেন তারা।