এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২২। চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে দলকে ৫১ রান উপহার দিয়েছেন মিরাজ।
এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়ে ৬ উইকেটে ৩২২ রান। ৮১ রানে মুশফিক ও ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন মিরাজ। মূলত এই দুই মাণিকজোড়ের ব্যাটে ভর করে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে টাইগাররা।
এদিন টেস্টে তিন হাজারি ক্লাবে নাম লেখান মুশফিক। তার আগে তুলে নেন ১৬তম অর্ধশতও। তাঁকে সঙ্গ দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো টেস্টে অর্ধশতক রানের দেখা পান মিরাজ।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিকের সঙ্গে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব। শেষ পর্যন্ত ৮২ রানে বিদায় নেন সাকিব।
হতাশ করেন সাব্বির রহমান। তিনি ফিরে যান ১৬ রান করে। এছাড়া দিনের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও তামিম ইকবাল ২৫ রান করে আউট হন।