একটি আপিল কোর্ট সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ পুনর্বহালের আবেদন খারিজ করে দিয়েছে । ফলে এই নির্বাহী আদেশের ওপর নিু আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল থাকছে। তবে আপিল কোর্টের রায়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, এ রায়ের ফলে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়েছে। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, নবম ইউএস সার্কিট আপিল কোর্টের তিন সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে নির্বাহী আদেশ স্থগিত করে রাখার পক্ষেই রায় দেন। এর আগে নিু আদালত ওই নির্বাহী আদেশ স্থগিত করার পর জরুরী ভিত্তিতে আবার তা পুনর্বহালের আবেদন করে ট্রাম্প প্রশাসন। তখন সঙ্গেসঙ্গেই ওই আবেদন নাকচ করে দেয় আপিল আদালত। তবে উভয় পক্ষের বিস্তারিত যুক্তি উপস্থাপন করতে আরও সময় দেওয়া হয়। এবার সব যুক্তি শুনে চুড়ান্ত রায় দিয়েছে আপিল কোর্টের বিচারক প্যানেল।
রায়ে তারা বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল দেওয়ার মতো সন্ত্রাসী হুমকির বিষয়টি সরকার প্রমাণ করতে পারেনি। এই রায়ের ফলে নির্বাহী আদেশের নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাতটি দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের ভিসাধারী নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। পাশাপাশি বিশ্বজুড়ে শরণার্থীদের ওপরও আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।
খবরে বলা হয়, এ বিষয়টি এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে পারে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |