সুরেন্দ্র কুমার সিনহা  প্রধান বিচারপতি বলেছেন, বিচার বিভাগের যে দায়িত্ব, কর্তব্য তাতে হস্তক্ষেপ না করা হলে, বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দিলে আজ এই হাজার হাজার মামলার জট থাকতো  না। দেশের আইন, প্রশাসন ও বিচার বিচার বিভাগের মধ্যে বিচার বিভাগ ব্যলেন্স রক্ষা করে চলে। যদিও সবসময় বিচার বিভাগকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। দেশের ক্রান্তিকালে বিচার বিভাগই দেশকে রক্ষা করে। সংবিধান রক্ষা করে। তাই আইনের সাথে যারা জড়িত তারা যদি সামান্য বিচ্যুত হয়, তা হলে সেই দেশের ভবিষ্যত অন্ধকার। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথাগুলো বলেন।
প্রধান বিচারপতি সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন বিষয়ে বক্তব্য নিয়ে সমালোলোচনার জবাবে বলেন, আমি একটিও কথা বলতে চাইনা। কিন্তু বিচার করতে গেলেই আমরা খেই হারিয়ে ফেলি। কোন আইন আমরা ঠিকমতো পাচ্ছি না। প্রত্যেকটা আইন ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ আইন হওয়ায় মামলা বেড়ে যাচ্ছে। আইন প্রণেতারা সঠিকমতো তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। উদাহরণ টেনে তিনি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনের ত্রুটির কারণে হাজার হাজার রিট ফাইল হয়েছে। আইন প্রণেতারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন তবে বিচার বিভাগের উপর এই দায়িত্ব আসতো না। বিচার বিভাগের যে দায়িত্ব, কর্তব্য তাতে হস্তক্ষেপ না করা হলে, বিচার বিভাগকে বিচার বিভাগের মতো কাজ করতে দিলে আজ এই হাজার হাজার মামলার জট থাকতো না।
তিনি এই সময একজন আইনজীবীর প্রশ্নের জবাবে বলেন বার কাউন্সিলের পরীক্ষার বিলম্বের কারণ বার কাউন্সিল তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। নিউট্রেলিটি বজায় রাখতে পারছেন না। এটি বিচারকদের দেখতে হচ্ছে। এটি বিচার বিভাগের উপর বাড়তি চাপ। এই পরীক্ষা বিজ্ঞ আইনজীবিরা নেয়ার কথা ছিল। তিনি আহবান জানান আগামী বার কাউন্সিলে সঠিক নেতৃত্ব নির্বাচন করার। যাতে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।
এই সময় প্রধান বিচারপতি জানান, কয়েকটি আদালত ডিজিলাইটেশন করায় বিচার কাজে সময় লাগছে কম। আগের চাইতে এক চতুর্থাংশ সময় লাগছে। সারা দেশে এটি করা গেলে ভাল ফলাফল পাওয়া যাবে। তাই এই ক্ষেত্রে সরকারে প্রশাসনে সহযোগিতার দরকার। তিনি এই সময় বলেন আগামী এক বৎসরের মধ্যে কোর্টের স্বল্পতা, বিচারক স্বল্পতা এবং ইনফাস্ট্রাকচার সমস্যার সমাধান হবে। এইসব সমস্যার সমাধান তার মেয়াদ কালের মধ্যেই করবেন বলে অঙ্গিকার করেন তিনি।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল আহমদ চৌধুরীর সঞ্চালনোয় এই ভোজসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, হাইকোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার আহমদ, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট একিউ এম নাসির উদ্দিন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহজালাল, সাবেক প্রতিমন্ত্রী ও আইনজীবী এবায়দুর রহমান,সিনিয়র আইনজীবি শান্তিপদ ঘোষ, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031