• মেষ

    (২১ মার্চ-২০ এপ্রিল)

    প্রত্যাশা পূরণে বাধা। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে না। গৃহ ভূমি আবাসন সংক্রান্ত ঝামেলার অবসান আশা করা যায়। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভ হবে। মায়ের সাহায্য পেতে পারেন। বাড়িতে বহু আত্মীয় সমাগম হতে পারে। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

  • বৃষ

    (২১ এপ্রিল-২১ মে)

    পাড়া প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো লাভ হবে। আজ পত্র যোগাযোগে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পাবার সমূহ সম্ভাবনা। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সাংবাদিক ও সাহিত্যিকদের ব্যস্ততা বৃদ্ধির যোগ রয়েছে। সাহসিক কোনো কাজে অংশ নিতে পারেন।

  • মিথুন

    (২২ মে-২১ জুন)

    খাদ্য ও পল্ট্রি ব্যবসায়ীরা ভালো লাভের আশা করতে পারেন। আজ গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। খুচরা লেনদেনে ভালো লাভ আশা করা যায়। আপনার সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। স্বর্ণকার ও মানিএক্সেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হবে।

  • কর্কট

    (২২ জুন-২২ জুলাই)

    আজ দিনটি ঝামেলা পূর্ণ। মনের জোর হারিয়ে ফেলতে পারেন। শরীর কিছুটা খারাপ যাবে। কোনো ধরনের আইনগত জটিলতার সম্মূখীন হতে পারেন। মায়ের সাথে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। মাইগ্রেনের রুগীরা আজ আবারো অসুস্থ হয়ে পরতে পারেন।

  • সিংহ

    (২৩ জুলাই-২৩ আগস্ট)

    ব্যবসায়ীরা ব্যবসায়িক কারনে কোথাও ভ্রমনে যেতে পারেন। বিদেশ যাত্রার যোগ বলবান। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বৈদেশীক কাজে কোনো ঝামেলা দেখা দিতে পারে। কারো উপকার করতে গিয়ে বিপদে পরতে পারেন। ব্যয়াধিক্য দেখা দেবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।

  • কন্যা

    (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

    কলেজ ও ভার্সিটি জীবনের বন্ধুদের সাথে দেখা হওয়াতে মনের জোর বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। সাপ্লাই ব্যবসায় কিছু বিল আদায়ের চেষ্টা সফল হবে। ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। বড় ভাই এর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন।

  • তুলা

    (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

    চাকরীজীবীরা কজে ঝামেলা পোহাতে পারেন। কোনো প্রকার দূর্ঘটনার সম্মূখীন হতে চলেছেন। ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে কোনো গুরুত্ব পূর্ণ মিটিং এ অংশ নিতে চলেছেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারী কাজে কিছুটা ব্যস্ত হয়ে পরবেন। কোন প্রভাবশালী নেতার সাহায্য পেতে পারেন।

  • বৃশ্চিক

    (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

    কোনো আত্মীয়র সাহায্যে ভাগ্য উন্নতি হতে পারে। বিদ্যার্থীদের মনবাঞ্ছা পূরণের যোগ রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে আনন্দ লাভ। উচ্চ শিক্ষায় বৃত্তি লাভের সম্ভাবনা প্রবল। জীবীকার তরে বিদেশ যাবার প্রচেষ্টা সফল হবে। বৈদেশীক যোগাযোগ শুভ ।

  • ধনু

    (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

    মামলা মোকর্দ্দমা এড়িয়ে চলুন। যাত্রাপথে কাউকে সাহায্য করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। পুলিশ প্রশাসনে কর্মরতদের দিনটি ভালো যাবে। চিকিৎসকদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। আজ তীক্ষè ও ধারালো যন্ত্রপাতির ব্যবহার থেকে বিরত থাকুন। আগুনের ব্যবহারকালে সতর্ক থাকুন। পাওনাদারের টাকা ফেরত দেওয়ার চাপে পরতে পারেন।

  • মকর

    (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

    ব্যবসায়ীরা কিছু উটকো ঝামেলায় পরতে পারেন। কাজে কর্মে বাধা বিপত্তি দেখা দেবে। সকাল সকালই জীবন সাথীর সাথে বিবাদের আশঙ্কা প্রবল। চন্দ্রের প্রভাবে ঠান্ডাজ্বর পীড়ায় কষ্ট পেতে চলেছেন। ট্রান্সপোর্ট ব্যবসায় কোনো ঝামেলা হতে পারে। আইনজীবীদের ব্যস্ততা বাড়বে। দাম্পত্য জীবনে কোনো প্রতিকূলতা দেখা দিতে পারে।

  • কুম্ভ

    (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

    কাজের লোকের কারনে কোনো যান্ত্রিক ক্রটি দেখা দিতে পারে। যানবাহনের মেরামতি ব্যয় বৃদ্ধি পাবে। মূল্যবাণ দ্রব্যাদি সামলে রাখতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সাহায্য পাবেন। কোনো কারনে মেজাজ কিছুটা রুক্ষ থাকতে পারে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না।

  • মীন

    (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

    সন্তানের গতিবিধির উপর নজর রাখুন। প্রেমিকার সন্দেহজনক আচরনে কিছুটা কষ্ট পাবেন। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। কারো সাহায্যে কিছু কুটির শিল্পর কাজে হাত দিতে পারেন।

Share Now
May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031