আদালত প্লট জালিয়াতি মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের ছেলে শওকত আজিজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে তাদের আটক করে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক) রিমান্ড আবেদন জানালে আদালত তা নাকচ করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মহানগর হাকিম সত‌্যব্রত শিকদার এই আদেশ দেন।

আদালতের আদেশে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে যে কোনো দুই দিন তদন্ত কর্মকর্তা কারা ফটকে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানানো হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ইকবালউদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন।

শওকত আজিজ আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে আছেন।

গত বুধবার আটজনকে আসামি করে বুধবার মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন দুদকের উপ সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের চেয়ারম্যান থাকাকালে ইকবালউদ্দিন চৌধুরী অন্য আসামিদের ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031