র্যাব-৭ নগরীর আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় সহ ইয়াবা, গাঁজা ও মাদ বিক্রির টাকাসহ মো. ফেরদৌস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেল চারটায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার ১৩০ পিস ইয়াবা ৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়।
ফেরদৌস ওই এলাকার মৃত মফিজুর রহমানের পুত্র।
র্যাব-৭ এর জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌস একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। ফলে উক্ত কলোনীর যুবসমাজ মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে পড়ছে। এ সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
ফেরদৌসের বিরুদ্ধে বিরুদ্ধে আকবরশাহ্ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একই থানায় আরও একটি মামলা করা হয়েছে