ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও নবায়ন না থাকায় ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক অভিযানে নেতৃত্ব দেন।
যুথিকা সরকার কোতোয়ালী থানাধীন বকশির হাট, কোরবানীগঞ্জ ও খাতুনগঞ্জ সড়কের অভিযানে নেতৃত্ব দেন। তিনি কনিকা স্টোরের সুজন দে’কে ২ হাজার টাকা, শাহ আমানত ভাতঘরের ইসমাইল সওদাগরকে ২ হাজার টাকা, নিউ শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের হৃষীকেশ মহাজনকে ১ হাজার টাকা, মমতাজী ক্লথ স্টোরের আবদুল মজিদকে ৫ হাজার টাকা, আল মদিনা বেডিং স্টোরের মো. মোজাম্মেল হককে ৫ হাজার টাকা, চা দোকানদার সরওয়ার কামালকে ১ হাজার টাকা, দিদার বেডিং বিতানের মো. জসিমকে ৩ হাজার টাকা, মদিনা বহুমুখী খামারের মো. ইউসুফকে ৫ হাজার টাকা, আওলিয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, শাহ আমানত নিউ জাহাঙ্গীর ভাতঘরের মো. রাসেলকে ৫ হাজার টাকা, সাতকানিয়া ভাতঘরের সুরুজ বিজিকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সনজীদা শরমিন ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেটের গ্ল্যামআপ কসমেটিক্সকে ১ হাজার টাকা, ফ্যাশন ফলসকে ১ হাজার টাকা, নাহার ফুডকে ১ হাজার টাকা, নোলককে ১ হাজার টাকা, ক্রোকারিজ ভিউকে ১ হাজার টাকা, লাকী প্লাজার সোমা জুয়েলার্সকে ৫ হাজার টাকা, শাওন ইলেকট্রিককে ১ হাজার টাকা, পিক অ্যান্ড পে’কে ১ হাজার টাকা, শৈলী ফ্যাশনকে ১ হাজার টাকা, এসআইকে ফ্যাশনকে ১ হাজার টাকা, নীল পরিকে ৫ হাজার টাকা, পরশকে ৫ হাজার টাকা, মা চয়েস গ্যালারিকে ৩ হাজার টাকা, শিশির ফেব্রিক্সকে ১ হাজার টাকা ও জ্যোতি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে লাকী প্লাজা সংলগ্ন সাউথল্যান্ড সেন্টারের তৃতীয় তলায় ট্রেড লাইসেন্স ছাড়া অনুমতি বিহীন প্রতিষ্ঠান কাস্তুরী মিনি চাইনিজ রেস্টুরেন্টে শিক্ষাপ্রতিষ্ঠান ফাঁকি দিয়ে আড্ডারত অবস্থায় ৯ ছাত্রছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা সাপেক্ষে মুক্তি দেওয়া হয়।