গোয়েন্দা পুুলিশ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারী পাঠ্য বই উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে রহমতগঞ্জ কে বি আব্দুস সাত্তার রোডের নিয়ামত উল্লাহ খান (৬০) নামের এক ব্যক্তির বাসা থেকে বিক্রয় নিষিদ্ধ এসব পাঠ্য বই উদ্ধার করা হয়। তবে পুলিশ তাকে আটক করতে পারেনি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিয়ামত উল্লাহ জেলার হাটহাজারী থানার সাদেক নগর গোমান মর্দন সরকার হাটের মৃত নজির আহম্মদ খানের ছেলে।
অভিযানের নিয়ামত উল্লাহ খানের বাসা থেকে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য পাঁচ হাজার ৩০০ বই উদ্ধার করা হয়। এর মধ্যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের বই রয়েছে। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।