বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ক্ষমতা না ছাড়ার উদ্দেশ্যে সরকার ‘বিতর্কিত’ ব্যক্তি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়েছে বলে অভিযোগ করেছেন ।

বুধবার দুপুরে রাজধানীর পুরনো পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় আব্দুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন।

অনুষ্ঠানে বিতর্ক ছাড়া একজন ব্যক্তিকে সিইসি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন সিইসি নুরুল হুদা ১৯৭২-৭৩ সালে রাজনীতি করেছেন। সরকারের সদিচ্ছা থাকলে আরো ভালো এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার ঠিক করতে পারত। কিন্তু সেটা করা হয়নি।

নোমান বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যই এমনটা করেছে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই আন্দোলন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আব্দুল্লাহ আল নোমান বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলন রাস্তায় করতে না পারি, টেলিভিশনে আন্দোলন করবো, জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করবো। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

‘ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬০ বছর পূর্তিতে মজলুম জননেতা মওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ চিঠি ও আলোকচিত্র প্রদর্শনী’র আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ।

 

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031